একদিন চল মেঘের কাছে যাই
একদিন চল মেঘ ধরে খাই
মেঘের আইসক্রিম
একদিন চল বলে কয়ে
জলীয়বাষ্পে মিশেল খেয়ে
বৃষ্টির সাথে আমরাও রিমঝিম
ঝরি সারাদিন

একদিন চল মেঘের কাছে বসে
ছোটবেলার পাটিগণিত কষে
নামিয়ে ফেলি জীবনের লাভ ক্ষতি
একদিন চল মেঘের খাতায়
নরম নরম তুলোট পাতায়
হাবিজাবি এঁকে এঁকে
কাটাই সারাদিন

একদিন চল মেঘের রথে চড়ে
ভোর থেকে সন্ধ্যা অব্দি ঘুরে
মিটিয়ে ফেলি শখের লেনাদেনা
একদিন চল বাজারে গিয়ে
মেঘের টাকার লোভ দেখিয়ে
চেষ্টা করে দেখি না
সুখ যায় কি কেনা

এভাবেই মেঘের কাছে গিয়ে
আমরাও চল হয়ে যাই মেঘ
মেঘের পায়ের নূপুর
মাঝে মাঝে ইচ্ছে হলে
বৃষ্টি হয়ে কারও সুখের আঙিনায়
পড়ব টাপুর টুপুর
সারাদিন