এসো, মধুময় করি রাত গাঢ় আলিঙ্গনে-
আঙুলের ভাঁজে আঙুল রেখে......
ভুলে যাই এসো আজ বাস্তবতা !!
এলো চুল আলতো স্পর্শে সরিয়ে
চুমোর আলপনা এঁকে দিই তোমার-
চিন্তাচ্ছন্ন, ভাঁজ পড়া ললাটজুড়ে।
চিবুক, অধর, গ্রীবা অতঃপর ঠোঁট
চেটেপুটে নিই এসো মিলনের স্বাদ-
সম্ভ্রম আর সংশয়, রাতভর তোমাদের ছুটি।
মৃদু কম্পিত স্ফীত বুকজুড়ে-
কামনার ঢেউ আজ বাঁধনহারা......
এসো, ভেসে যাই আজ যুগল আলিঙ্গনে।
শরীরের ভাঁজ খোলার রহস্যে-
এসো, পরিপক্ব হয়ে উঠি দু'জনেই,
চুমোয় চুমোয় লুটে নিই প্রণয়ের সার্থকতা।
ভোরের আগেই, পাল্টাতে হবে পোশাক,
দিনের শুরু থেকে আরেকটি রাত অবধি-
"ভালো মানুষের" অভিনয়ী খোরাক জোগাই এসো।