চাঁদ দেবো তা' বিশ্বাস করে
মনটা দিলি তুই,
চাঁদ থাকে দেখ দুরাকাশে
আমার বসত ভুঁই।
দেখলি না তুই চিনলি না রে
রঙিন ছবি ছাড়া,
ভার্চুয়ালের কুমার আমি
বাস্তবে ঘর হারা।
গোছানো পোস্ট, কাঙ্ক্ষিত চ্যাট
মিষ্টি "হ্যালো"র লোভে,
আসল নকল না চিনেই তুই
কেন গেলিরে ডুবে ?
যে পোশাকটা দেখে আমায়
স্মার্ট ভেবেছিস ভুয়া,
সে পোশাকটা আমারই নয়;
'কপি', 'পেস্ট' এর ছোঁয়া।
ধার করে পাড় করি দিনটা
পোস্ট করি "দান করছি আজ",
নিজের পাপটা হেসে লুকাই
পরের দোষেই মাথায় বাজ।
আলুথালু এমনতর
নিত্যনতুন পোস্ট দেখে,
যাচাই ছাড়াই পাঠালি মন
ভালোবাসার রঙ মেখে।
আমিও পটু শিকারি বেশ
ঠিক ফেলেছি প্রেম ফাঁদে,
ইনবক্সটা তোর "ফুল" করেছি
আপলোড ফুলের লাল ছাদে।
লোভে পাপ, পাপে বিনাশ
যখন গেছিস ভুলে,
পরকীয়ার দরজাটা ঠিক
তখন দিলাম খুলে।
তূণ থেকে তীর ছুড়ে দিয়ে
মিছে এখন কাঁদিস কেন,
আসার পথেই যা ফিরে তুই
নিষ্কণ্টক হোক আমার 'লেন' !!