তোমাদের মতো বুকে হাত বেঁধে-
পকেট বোঝাই করার কৌশল
আমার জানা নেই; হবেও না।
আমি বরং রাখাল হবো।
নাকে ও গলায় দড়ি পড়িয়ে-
ছড়ির আঘাতে শান্ত করবো গরুদের,
শান্ত হলেই খেতে দেবো সবুজ ঘাস,
আমনের খড় আর নুন মাখা জল।
তোমাদের নখরা হস্তপদ বেঁধে দেবো
আমার বাঁশরির সুমধুর সুরে,
অতীত ভুলের জাবরকাটা শেষ হলে
চারণযোগ্য নতুন তৃণভূমি দেবো।
সংঘাত সম্ভাব্য সকল জমি ও মাঠের-
প্রবেশদ্বারে নির্মাণ করবো দুর্ভেদ্য প্রাচীর,
তোমাদের অনধিকার প্রবেশ বন্ধ হলে-
রোদসী দুপুরে বাঁশি রেখে আমি ঘুমোবো।
পাখিদের কলতানে ঘুম ভাঙ্গার পর-
আমি দেখতে চাই, তোমরা স্বভাব ভুলে
একেকজন পাকা বংশীবাদক হয়ে-
অপেক্ষা করছিলে আমার জেগে ওঠার।