একদিন ভালোবাসা ছিলো.....
হাসির ভাঁজে ভাঁজে কানায়-কানায়,
মায়াবী চোখের তিক্ষ্ণ চাহনিতে।
ভালোবাসা ছিলো চলনে-বলনে।
মুঠোফোন জুড়ে ছিলো অনুপম ভালোবাসা,
এস.এম.এস. 'র প্রতিটি বর্ণে ভালোবাসা ছিলো।
একদিন ভালোবাসা ছিলো.....
উঠতি দেহের প্রতি অংশে পরিপূর্ণ।
ভালোবাসা ছিলো বুকের মৃদু কম্পনে,
বাস্তব ও কল্পনায় ছিলো অকৃত্রিম ভালোবাসা।
বক্ষবন্ধনী ভেদ করে কোন এক কবির চোখে-
উন্মোচিত হয়েছিলো গভীর ভালোবাসা।
একদিন ভালোবাসা ছিলো.....
এক অদেখা কবিকে কাছে টানার আকর্ষণে।
নিষ্পাপ বুকে আশ্রয়হীন মাথা ঠেকাতে-
যতটুকু প্রয়োজন, ততটুকু ভালোবাসা ছিলো।
প্রতিশ্রুতির আদ্যোপান্ত জুড়ে ছিলো ভালোবাসা,
ভালোবাসা এখনো আছে; শুধু বদলে গেছে মন।