যান্ত্রিক সময়ে বয়স বাড়লেও
প্রণয়ে আমৃত্যু মন নবকুমার !
বাহ্যিক ভিন্নতা উপেক্ষা করে-
একবিন্দু কেন্দ্রিক দু'টি মনের
মিলনাকাঙ্ক্ষায় জন্ম নেয়া প্রেমে
বয়সের ব্যবধান অপ্রাসঙ্গিক।
সময় সাম্পানে চলমান প্রতিটি যাত্রী
বয়সের ভিন্নতা উপেক্ষা করে-
নিভৃতে লালন করে যে স্বপ্ন,
তার বাহ্যিক রূপ যাই হোক
ভেতরে এর নামই প্রেম........
প্রেমের নিজস্ব সংজ্ঞা নেই।
প্রেমের গতির গণ্ডী নেই,
কালো-সাদা, বৃদ্ধ-যুবা নেই,
ধনী-গরীবের পার্থক্য নেই,
অপ-বাধায় অকুতোভয় প্রেম।
প্রেমে বয়স তো কোন ছাড়......
ধর্মের ভিন্নতাও যুগে যুগে উপেক্ষিত।