প্রেম-অপ্রেমের দ্বন্দ্বে আমি হারবো কেনো মেয়ে....
রক্তমাংসে গড়া শরীরে একটি মন আমারো আছে।
প্রাকৃতিক নৈসর্গিকতার ভাঁজে ভাঁজে ছড়িয়ে দেবো প্রেম,
তোমার অনিচ্ছুক মনের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে-
আমার এ' প্রেম পৌঁছবেই তোমার অহংকারী আলিঙ্গনে !
তোমার অন্তিম অবহেলার অপেক্ষায় আমি অপেক্ষমাণ;
প্লাবন শেষে যে পলিমাটি, ফসলের জন্য তা উপযোগী।
তোমার ঘৃণার গাছ বাড়তে বাড়তে যেদিন ভেঙে যাবে,
সেদিনই বপন করবো ভালোবাসার সবুজ চাড়া।
তুমি বিস্মিত মানসিকতায় পরিচর্যা করতে বাধ্য হবে সে প্রেমোবৃক্ষ !
তোমার পাথর বুকে কাকদের নিষ্ফল ঠোকরানো বন্ধ হলে,
আমি কোকিলরূপে এসে তোমায় রূপান্তরিত করবো বসন্তে।
প্রেমোপ্রলেপে সারিয়ে তুলবো কাকেদের ঠোকরানো ক্ষত,
প্রেম-অপ্রেমের দ্বন্দ্বে সেদিন তুমিও জিতবে আমার মতো-
রক্তমাংসে গড়া শরীরে একটি মন তোমারো আছে।