রূপ আর যৌবন কারো চিরস্থায়ী সম্পত্তি নয় যে,
বয়সের সীমানা অতিক্রম করেও সে তার মালিকানায় অটল থাকতে পারে।
আজ আমার দেহের ভাঁজ ভাঙনে তোমার তৃপ্তি বিরক্তিকর বটে;
কাল তোমার পেশীকোষ নেতিয়ে যাবে, জেনে রেখো।
তোমার উৎসোক চোখে আজকের এ' ভেঙ্গে পড়া শরীরটাই-
গোলাপ হয়ে ফুটেছিল; অথচ, আমি মন দিতে ব্যস্ত ছিলাম !
পরিচর্যার অযত্ন না থাকা সত্ত্বেও ধীরে ধীরে শুকিয়ে যাওয়া-
পাপড়ি সমূহ আজ দু'পায়ে দলিত করতে তোমার বিবেকে বাঁধছে না !
এতোটুকোন লিকলিকে কাঁটা ভরা ডাটা.....
তোমার উষ্ণ নিঃশ্বাসে ভরে উঠেছিল ফুলে ফুলে,
সবটুকো বসন্ত জুড়ে বলেছিলে, আমার আমৃত্যু সঙ্গী হবে-
পুরুষ, তুমি "ভ্রমর" একথা জেনেও ফুলেদের কিছু করার থাকে না।
তোমার অতৃপ্ত ক্ষুদার তিরস্কার সঙ্গী করে,
খানিক যন্ত্রণা আর খানিক অপরিপূর্ণতায় আমি তো ঝড়েই যাবো,
গ্রীষ্ম, বর্ষা, শীত জুড়ে তুমি মাশুল দিতে থাকবে তোমার অহংকারের...
আমি যন্ত্রণার খোলস পাল্টে, আবার আসবো কোন বসন্তে।
আবার মোহনিয়া ঘ্রাণে আকুল করবো তোমায়.....
তুমিও নির্লজ্জের মতো আবার মেতে উঠবে আমায় নিয়ে,
ঝড়ে যাওয়া আর ফুটে উঠার এ' চিরাচরিত খেলায়-
একদিন তোমারও পরাজয় হবে, পুরুষ তুমি মনে রেখো !!