বেরসিক
নূরে আলম আলিফ

শেকড় কেটে জল ঢালো শিখরে-
নিপুণ চাতুরী সখা জানো,
ভিতর পুড়িয়ে জানি না কী করে
বাহির হতেই কাছে টানো !

চাহনিটা বাহিরে আহা কী সরল-
সাধ্য কী বুঝি ও' চোখের ভাষা,
যতনে লালন কর মনেতে গরল-
বাহিরে প্রলেপ দাও মিছে ভালবাসা !

অমৃত মাখা ঠোঁটে রসালো আলাপ-
মনোভূমি বেরসিক; চৌচির ফাটা,
মুখখানি যেন ফোটা অনিন্দ্য গোলাপ
স্পর্শে অনুভূত হয় শুধু কাঁটা.....!!

কী-রূপে বাস তোমার এক মনে দুই-
বাহিরে প্রণয় আর ভেতরে ঘৃণা,
ভেবেছো কি চিরকাল তোমার পক্ষে ভূঁই
তোমার সুরেই বাজাবে প্রকৃতি বীণা ?

হারবো না আমিও; ছাড়বো না আশা-
ভেতর বাহির তোমার রাঙাবোই প্রেমে,
বিস্তৃত স্বপ্ন জুড়ে যে কল্পিত ভালবাসা
একদিন বাঁধবোই তা' পরিণয় ফ্রেমে !!