হারালো যে মোর সোনার অতীত,
        পালালো সেসব দিন।
সোনালী খামে বাঁধা যে মোর
          সেসব প্রতিদিন।
ভোর হতেই যে ছুটে চলা
          খেজুর গাছের তলে,
মুঠ ভরিয়ে যেতো যে ভাই
        খেজুরের সে ভীড়ে।
সকাল কাটিত খেলায় ধুলায়
        ফড়িং,লাটিমের পিছে,
দুপুর কাটিয়ে দিতাম যে ভাই
         ছোট্ট দিঘির বুকে।
বিকেল হতেই যে বেড়িয়ে যাওয়া
          মাঠের পাণে ওই,
খেলতাম সেথায় বৌছি  আর
           দাড়িয়াবান্ধা কতই।
বিকেল কাটিত ঘুরেফিরে
           পাখপাখালির পিছে,
সন্ধ্যার আগেই বাড়ি ফিরিতাম
           মা রাগবে ভয়ে।
সন্ধ্যা হতেই ভাইবোন মিলে
           উঠানেতে গিয়ে,
লুকোচুরি খেলবো বলে
            নানা বাহানা করে।
লুকোচুরি খেলতে খেলতে
             আধার  আসিত ঢেকে,
সারা দিনের আনন্দ নিয়ে,
              ফিরতাম তবে ঘরে।

১৫আগস্ট,২০২০