সাতশত তেপ্পান্ন একরের ভূখণ্ডে তুমি
শিক্ষার করো চাষ।
তোমার বুকেই মই বাঁধিয়ে
অগণিত প্রাণ, যারা_
সফলতার শিখরে করছে বাস।
হাজার হাজারো মেধাবীর পদচারণায়
মুখরিত থাকো তুমি;
সমুদ্রের উত্তাল ঢেউয়ের বেগে
বয়ে চলেছো তুমি।
সেই তুমিই যে আজ মুখ লুকিয়ে
প্রতিকূলতায় ডুবে আছো;
উর্বর তোমার বক্ষ মাঝার
অনাবাদে ফেলে রাখো।
টুকিটাকি,বধ্যভূমি আর প্যারিস করেছো ফাঁকা,
বুদ্ধিজীবি আর শহীদ মিনারেও আজ
মিলেনা কারো সাড়া।
লাইব্রেরিতে নেই কোনো ভীড়,
স্তব্ধতা করছে বিরাজ ;
অফিস কক্ষ আর ভবনগুলোতে আজ_
ঝুলছে অবিরাম তালা।
ঢেকেছো তুমি নীরবতায়,
শিক্ষা দিয়েছো ছুটি;
আর কতদিন থাকবে একা?
এই অচেনা আঁধারের ছায়ায়!
বিশ্বাস রাখি খুব শীঘ্রই তুমি_
কাটিয়ে সমস্ত প্রতিকূলতা,
ডেকে নিবে তোমার প্রাণ প্রিয়দের
ঘুচাবে বুকের ব্যাথা।
রচনাকালঃ১৫অক্টোবর,২০২০