একাত্তরের কথা বলছি....
   একটা ডাক এসেছিলো,
যে ডাকের ঢেউ লেগেছিল
কোটি কোটি জনতার বুকে।
আকাশ-পাতাল কম্পিত করে,
  দূর হতে দূর বহুদূরে...
যে ডাক ধ্বনিত হয়েছিল;
  বেজেছিল সকল প্রাণে।
ডাকটা ছিলো এমন...
তোমাদের যা কিছু আছে
তা নিয়েই শত্রুর মোকাবিলা করো।
দেশকে মুক্ত করে ছাড়বই ইন্-শা-আল্লাহ!
প্রেরণার এ ডাকে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি_
যুদ্ধের পথে হাটে;নয়টি মাস যুদ্ধ শেষে
  স্বাধীনতা ছিনে আনে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সে,মহানায়ক স্বাধীনতার;
বিদ্রোহী কন্ঠে দিয়েছিল এ ডাক
বিনিময়ে...
পেলাম স্বাধীনতা।