নির্জন,নির্ঘুম অন্ধকার রাত।
সাড়া দিয়েছে পূর্নিমার স্নিগ্ধ চাঁদ,
দূরের অচীন কোনো রাজ্য থেকে।
কী অপরুপ!কী লাবণ্যময়!কিরণ তার;আঁচড়ে পড়ছে অবিরাম _
নদীর বালুচরের বুকে।বালুগুলো যেন;
চাঞ্চল্যতায় চিকচিক করে জ্বলছে।
পদ্মফুলের পাতায় জমে থাকা পানির বিন্দু গুলো
প্রত্যেকে এক একটি হীরের দানার মতো দেখায়।
কিরণ অবিরাম পড়ছে এসে_
আম,জাম,কাঁঠাল,পাকুড় আর বট গাছের মগডালে;
চারপাশে গাছের ছায়ায় ঢেকে যায়।
যেন,কৃষ্ণরাজ্যের সমস্ত কালো রঙ সেখানে জমা পড়ে যায়।
হাজারো মাইল পথ পাড়ি দিতে দিতে_
কতো বাধা বিপত্তি অতিক্রম করে
আলো দিয়ে যাচ্ছে অবিরাম পূর্নিমার চাঁদ
অসীম আগ্রহ আর উদ্দীপনার মধ্য দিয়ে।