কি করো?
যখন ক্লান্ত দুপুরে হেটে হেটে_
সাক্ষী পাকুড়ের কথা মনে পড়ে;

ছুটে যেতে ইচ্ছে করে?
নাকি_সব স্মৃতি থেকে_
দূর অজানায় পালিয়ে বাঁচতে?

কি করো?
যখন সন্ধ্যা আকাশে সূর্য হেলে_
মাতাল হাওয়া বইতে থাকে;

হাটতে ইচ্ছে করে,নদী পথ ধরে?
নাকি_অনুশোচনার জাল এসে_
চারদিকে ঘিরে ধরে?

কি করো?
যখন অতীত এসে_
বর্তমানের দরজায় কড়া নাড়ে;

ফিরে পেতে ইচ্ছে করে?
নাকি_একাকিত্ব সঙ্গী করে_
নির্জনতায় বসে থাকতে?

__নুর মোহাম্মদ
০২মার্চ,২০২২
রাজশাহী,বাংলাদেশ