প্রশ্ন জাগে মনে বারে বারে আজ
যাচ্ছে কোথায় দেশ!
স্বপ্নের এ সোনার দেশ গড়াতে
ছাত্রের অবদান ভুলে গেলো শেষমেশ!!
বাহান্নয় তারা জীবন দিলো_
এক অন্যায়ের প্রতিবাদে,
বদৌলতে দেশ পেয়ে গেলো সেই
মাতৃভাষা বাংলাকে।।
ছেষট্টি,উনসত্তরে প্রত্যক্ষ যারা_
মাঠে করে গেলো কাজ,
তাদের হাত ধরেই বয়ে এসেছে
সব অনিয়মের প্রতিবাদ।।
একাত্তরে একক গোষ্ঠী হিসেবে_
ছাত্রের অবদান ছিলো বড়,
কোমল হস্তে তাই অস্ত্র তুলে
স্বাধীনতা ছিনে নিলো।।
হাজারো ছাত্রের জীবন বিনিময়ে গড়া
স্বপ্নের স্বাধীন বাংলা,
সেই ছাত্রের জীবন নিচ্ছে কেড়ে
হায়রে স্বাধীনতা!!
২০ফেব্রুয়ারী,২০২০