হে পৃথিবী,নিষ্ঠুর পৃথিবী!
তোর অফুরন্ত ধনভান্ডারময়
বুকের উপর দাঁড়িয়ে,
পথের ওই শিশুটি আজও অনাহারে মরে।
পায়না সে একমুঠো ভাত,
পায়না দামি কাপড়।
হাজারো কষ্টে দিনাতিপাত করে
কে রাখে তার খবর?
আশ্রয় তাহার বৃক্ষতলে কিংবা
প্লাটফর্মের কোনো কোনে,
শত কষ্টে রাত কাটে তার
খোলা আকাশের নিচে।
অসুখ হলে থাকে পড়ে,
রাস্তার কোনো ধারে।
আসেনা কেউ,নেয়না যে খোঁজ
পথের শিশু বলে।
রচনাকালঃ ২৮আগস্ট,২০২০