বালাসী বেয়ে নদী চলেছে,
খরস্রোতা তার জল।
জলের মাঝে ভেসে উঠেছে
জীবন্ত অনেক চর।
দেখে মনে হয় চর যেন নয়,
দ্বীপের সারি ওরা।
চারদিকে তার বাঁকা জলেরা,
করিছে আপন খেলা।
নদীর উপর বয় অবিরাম
সাদা মেঘের ভেলা।
দেখে মনে হয় মেঘ যেন নয়,
বকের সারি ওরা।
কাজল কালো জলে সেথায়,
ভাসায় নাবিক নাও।
নাও ভাসিয়ে যায় যে ওরা
দূর অজানা গাও।
পূর্ব দিগন্তে পাহাড় যে সেথায়,
নয়ন ভোলানো যার রুপ।
হাজারো লোকের ভীরে তারে,
লাগে যে অপরুপ।
হাজারো সৌন্দর্য বালাসী ঘীরে,
দেখতে আসে লোকে।
প্রকৃতি যেন সাজিয়েছে তারে,
এক অপরুপ সাজে।
রচনাকাল ১২আগস্ট ২০২০