আছে কি কোনো ভিন্ন ইলাহ?
  তুমি মাবুদ ছাড়া?
যাবো তার কাছে পড়বো চরণে_
   জীবনের  গুনাহ মাফের আশায়।

করেছি গুনাহ এ জীবন ভর,
  মানিনি দ্বীনের কথা;
জুলুম অবিচার করেছি যতো,
   মিথ্যে সুখের আশায়।

চলেছি জীবনে ভুলের অরণ্যে,
  ডুবেছি পৃথিবীর মোহে;
হালাল-হারাম করিনি বিচার,
  ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের টানে।

অন্যায়ে ভাসিয়েছি জীবন তরী,
  পাপের গহীন স্রোতে;
খুঁজে দেখিনি বিধিবিধান তোমার,
  এ যে ক্ষতি করেছি নিজের।

আদেশ তোমার সব অমান্য করে,
  চলেছি আঁধারের পথে;
কোরান কি বলে দেখিনি চাহিয়া,
  তাই নীড় হারিয়েছি শেষে।

        রচনাকালঃ১০মার্চ,২০২১
            নলডাঙ্গা,গাইবান্ধা