টিপটিপ এই বর্ষা দিনে;
    মেতে উঠেছে _
অপেক্ষায় থাকা বৃষ্টিপিপাসু কিশোরের দলটা।
     বৃষ্টিতে ভেজা পথটা;
পিছলে অতিক্রম করে যাচ্ছে সেথা,
যেন দূরের এক অজানা সীমানা।
কখনোবা যাচ্ছে ছুটে_
    সবুজে আচ্ছাদিত
দূরের ওই মাঠের দিকে।
বিভক্ত হয়েছে তারা কতো দলে,
কতো খেলা খেলবে বলে!
কেউবা আবার যাচ্ছে ছুটে;
শাপলা ভরা সেই বিলের দিকে।
বৃষ্টি উপেক্ষা করে তুলবে বলে
সতেজ সজীব শাপলা ফুলকে।
এভাবেই তাদের কাটিয়ে যাচ্ছে
   বর্ষা দিনের প্রতিটি ক্ষণ;
ভয় নেই মনে অন্ধকার আর মেঘের সে গর্জন।

     রচনাকালঃ১৭সেপ্টেম্বর,২০২০