এখানে_
গ্রীষ্ম আসে সব জড়তা কেটে;
পুড়ে করে মাটি খাঁটি।
বর্ষা আসে দূর করে দিতে,
প্রকৃতির তৃষ্ণার্ত বুকের গ্লানি।
শরৎ আসে নতুন সাজে,
কাশ,কেয়া,কামিনী নিয়ে,
হৈমন্তী ধানের সুবাস ছড়িয়ে,
হেমন্ত আসে নেমে।
কুয়াশার ভেলায় ভেসে আসে শীত _
হরেক ফুল সাথে নিয়ে,
কোকিলের মধুর কুহু কুহু স্বরে,
বসন্তের আগমন ঘটে।
এভাবেই কাটে বারটি মাস,
রেখে যায় পায়ের ছাপ,
তাইতো মোদের বাংলাদেশে ভাই_
এতো সৌন্দর্যের বিরাজ।