সুন্দরের পূজারী এই ধরণীর মাঝে
মাগো,আমি নামক এই কালো মেয়েটাকে
কেনইবা জন্ম দিতে গেলে?
কেনইবা কোলেপীঠে করে এত বড় করলে?
তুমি কি জান?
আজ কালো বলে মিশতে পারিনা কারো সাথে;
লোকজন মুখের উপর বলে দেয়_
ছিঃ!কতো কালো রঙা মেয়ে!
জানো মা তখন আমার কেমন লাগে?
চোখের অঝোর জলে বুক ভিজতে থাকে।
কি যে এক কষ্টের দেয়ালে চাপা পড়ে যাই।
বাধ্য হয়ে নিজেকে আড়াল করতে থাকি সকলের থেকে।
মাগো তুমি কি জানতে না?
এই পৃথিবীতে কালো মেয়ে হয়ে জন্মানোটাও পাপ;
তবে এই পাপটা কেন ঘুচাতে পারলেনা?
জন্মের পরেই এই কালো মেয়েটার_
অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে,
তাহলেই হয়তো এই অপমানের হাত থেকে তুমিও বাঁচতে,
আর আমিও চলে যেতাম অন্য কোনো এক জগতে
শুধু এই কথা ভেবে_
পৃথিবীতে শুধু সাদা চামড়ার বাস;
কালো হয়ে জন্মানোটাই অপরাধ।