স্বার্থোদ্ধত এই জগতে
পথ চলছি একা একা,
চলতে চলতেই মাঝ পথে
সুবোধ বাবুর দেখা।
বাবুর দেখি চেহারা খানা
নিষ্পাপ, ফুলের মতো,
কিন্তু এতে লুকিয়ে আছে
ভণ্ডামি যে শত।
শুনেও কভু পায় না শোনা
দেখেও পায় না দেখা,
স্বার্থপরী খেলা যেন
জন্ম থেকেই শেখা।
বাবু কেমন সুবিধাবাদী
জানেন সর্বজনে,
মুখে মুখে ঠিক বাবু
কলুষ ভেতর মনে।
পিছে থেকে সুবোধ বাবু
করেন নানা ষড়যন্ত্র,
পড়লে ধরা বলেন বাবু
সব ভূলই তার মন্ত্র!
কি করিবে না করিবে
ভাবিয়া না পায় সারা,
মীরজাফরী করে বাবু
যখন হয় দিশেহারা।
বলো বাবু এই খেলা
কতদিন আর চলবে?
কত নদীর কত পানি
জায়গা মতোই বুঝবে!