তুমি অধরা!
ভোরের আকাশে
জ্বলে ওঠা শুকতারা।
তোমার হাসিতে মেতে ওঠে
রিক্ত এই বসুন্ধরা!
তুমি অধরা!
গোধূলি লগ্নের শেষে
আকাশে ভেসে ওঠা সন্ধ্যাতারা!
তুমি অধরা!
তোমায় নিয়ে দেখা কত স্বপ্ন!
সব স্বপ্নের রং হয় না রঙ্গিন!
হৃদয়ে তোমার ছবি
সেথা কথা হয় চুপি চুপি,
তুমি হীন যেন সবই ছন্নছাড়া!
তুমি মহাকাশ!
তোমার দিকে শুধু
গভীর প্রেমে চেয়ে থাকা যায়।
তোমায় দেখা যায়, এঁকে যাই কল্পনা
শুধু তোমায় যায় না ছোঁয়া, যায় না ধরা,
তুমি অধরা!
তোমার হাসিতে মেতে ওঠে
রিক্ত এই বসুন্ধরা!
তুমি অধরা!