বুঝলে খোকা?
যার আছে টাকা
হোক সাদা কিংবা কালো,
সব অপরাধ পড়বে ঢাকা।
নিয়ম নীতির ঘাড় ভাঙ্গতে
যে'ই আজ বেশ পাঁকা,
দুনিয়াটাকে ভাতিজা করে
সে'ই হয়ে যায় জাত কাকা!
তারপর খোকা...
যদি হয় তোর পকেট ফাঁকা
হচ্ছে না আর ভাল থাকা,
পেছন জুড়ে বাঁশটা খাবে
যতই করো ঝাঁ-কা-না-কা!
শুনছো খোকা?
হর হামেশাই যাচ্ছে দেখা
আপনজনেও দিচ্ছে ছ্যাকা,
তার আগেই শক্ত হাতে
ঘুরিয়ে নাও ভাগ্যের চাকা!