আমার ডায়েরির পাতা
কিংবা কবিতার লাইনের বাইরে,
যাকে ভাবতে গিয়ে, নিজেকে হারিয়ে ফেলি,
যার ভাবনায় গা শিহরিত হয়,
চেতনার গভীরে যার নাম প্রতিধ্বনিত হয়,
যাকে খুঁজতে গিয়ে বিস্মিত হই,
যে আমার চোখে এনেছে প্রশান্তির জল,
যার হাত ধরলেই বেড়ে যায় হৃদকম্পন,
হাঁটতে হাঁটতে একের পর এক স্মৃতি,
যার চুমুতে আমার শান্তি
যার স্পর্শে ভুলে যাই ক্লান্তি!
যার চোখে তাকালেই মনে হয়-
তার সাথে হেটে যাই শ্বাসরুদ্ধকর যত দূর্গম পথ!
যে চুপ থাকলেও মনে হয় আমাকে ডাকছে,
না শুনলেও মনে হয় আমাকে সে শুনছে।

সেই তুমি কোথায়?
সেই তুমি কোথায়?

যদি তুমি, সব ভুলে একবার
দিয়ে যাও ডাক, কথা দিয়ে যাই-
আমি দু-হাতে অন্ধকার ঠেলে
আসবো তোমার সামনে,
দুনিয়া ঠিক থাক, অথবা না থাক!