ভুলেছি আমি
কি লগ্ন, কি নক্ষত্র, কি দিবস আজ?
দেখতে ভুলেছি
এ প্রহরে, রাতের আকাশের সাজ ।।
জানতে ইচ্ছে হয়,
এ লগ্নে মেঘ ভেঙ্গে উঠেছে কি চাঁদ?
তারারা মিলে, ছুটোছুটি করে,
মিটিয়ে নিচ্ছে কি সব আহ্লাদ?
আচ্ছা-
ভ্রমরের দল আপন মনে, মত্ত হয়ে
সুর তুলে ধরেছে কি কোনো গান?
নাকি-
দু-পায়ে নূপুর, আর কোমরের
বিছা দুলিয়ে, নাচছে কি
কোমল শিশুর প্রাণ?
শুধু জানি-
এ প্রহরে, এ যেন
অনবদ্য এক হাসি!
সৌন্দর্য গ্রাসী! তত্ত্ব অবিনাশী!
এ দেখে
অকুল পাথারে ভাসছে শত হৃদয়
মত্ত হয়ে সবে, বলছে ভালবাসি!