তোমাকে কিছু লিখবো বলে-
নিজেকে স্থির করি।
কথা হারিয়ে যায়!
শুধু এতোটুকুই বলতে চাই-
পথে চলতে, কথা বলতে
জেগে থাকা অথবা নিদ্রায়,
রাস্তায় সিগন্যালে দাড়িয়ে,
অথবা ট্রাফিক বক্সে ক্ষণিক অবসরে,
একা একা রিক্সায় উঠতেই,
রাস্তা পারাপারে ওভার ব্রীজে চড়তেই,
বাইকের হ্যান্ডেলে হাত রাখতেই,
কিংবা মুঠোফোন হাতে নিলেই,
রাস্তার পাশে টং দোকানের লাল চা,
স্টাফ কলেজের গেটে রেখে আসা স্মৃতির কড়চা,
কখন নেই তুমি! কোথায় তুমি নেই?
আছো সব সময়ই, আমার সবটুকু জুড়েই!
মনে পড়ে, আর মন পোড়ে!