ঢিল মারতেই উঠেন, পরেন
গুলি ছোড়ার ভান কেন ভাই?
অযাচিত হুঙ্কার দিয়ে
ধরাটা যে খেলেন সাই।
নিজের গায়ে কাদা রেখে
লোকের ধরেন শয়তানি,
মুখোশটাকে খুললেই দেখি
চৌদ্দ কুলের মানহানি।।
ভাল সাজলেই হয় না ভাল
আপন কর্মে ভাল চাই,
মানবতার দোহাই দিয়ে
লুকোচুরির ভিত্তি নাই।
সব জায়গা একই ভেবে
থাকবেন না আর ফুরফুরে,
সাজঘরের ভাবটা দাদা
চলবে না যে রাজঘরে।
যেইখানে যেমন লাগে
দেবেন তাহা মাপ করে,
নইলে পাছে সবাই মিলে
বাঁশটা দেবে সাধ করে।