আজ জীবনের নববর্ষ!
নতুন আলোয় সেজেছে সকাল
নতুন হাওয়া দেয় দোলা প্রাণে,

ভুলে যাই কান্না, যত মায়াজাল
বেড়ে যায় বেচে থাকার মানে।

ভালবাসার তরেই রইবো বেচে
এ কথা জানি মিথ্যে নয়,

পৃথিবী করিব বধ, ভালবাসায়
শত্রু যেন সব মিত্র হয়!

বিধাতা তুমি মোরে দাও মনোবল
দ্বিধা-দ্বন্দ্বকে বদলে দি'ই উৎকর্ষে,

সত্যের পথে যেন থাকি অবিচল
এই করি পণ জীবনের নববর্ষে ।