আর কত খুঁজবো তোমায়!
শুধু তোমার খোঁজে,
কত শত নতুন বইয়ের গন্ধ
পাষাণের মতো খেয়ে ফেলেছি,
কলম দিয়ে ছুড়ি চালিয়েছি প্রতি লাইনে!
শুধু তোমার খোঁজে,
চর্যাপদ হতে শেষের কবিতায়
রোজ সকালের খবরের পাতায়,
সুনীল-জীবনানন্দের প্রেমের ছন্দে,
নজরুল-মধুসূদনের দ্রোহের গন্ধে
চোখ বুলিয়ে যাই অক্লান্ত চিত্তে।।
শুধু তোমায় খুঁজতে খুঁজতে
দৃষ্টি হয়েছে আজ ক্ষীণ,
অবতল লেন্সকে সাথী করে
কত রাত নির্ঘুমে হয়ে যায় ভোর,
থেমে যায়, হৃদয়ে জৌলুসে বেড়ে ওঠা
শত রঙ্গিন ইচ্ছের জোর!
টেবিলের এককোণে পরে থাকা
ধুলো জমা হিসেবের বই'কে
ফুঁ দিয়ে আবার স্বাদরে তুলে নিই,
নিজেকে যোগ্য করার প্রত্যয়ে,
জানিনা কোথায় রয়েছো তুমি লুকিয়ে!
আমি আর কত খুঁজবো তোমায়?
পরে যাই দ্বিধা-দ্বন্দ্বে!
তবুও বারে বারে খুঁজে ফিরি
ইতিহাস, গল্প, কবিতা আর প্রবন্ধে!
আর কত খুঁজবো তোমায়!