আজ এ বসন্তে, আপন তালে
নাচে মন ছন্দে ছন্দে
গেয়ে যায় বসন্তের গান,
আজ এ বসন্তে, অশান্ত মন
বাতাসে ভেসে থাকা ফুলের গন্ধে
যেন ফিরে পায় তার প্রাণ।
আজ এ বসন্তে, তার জন্যে
দখিনা হাওয়ায় ছুটে চলি দিগন্তে
তার নেশায় হই আকুল,
আজ এ বসন্তে, ইচ্ছে হয়
আপন হাতে, তার চুলে গেঁথে দিই
বকুল, পলাশ আর কৃষ্ণচূড়া ফুল।