আমরা করব জয় ,রাখবো না কোন ভয়
এগিয়ে চলবো পথে, সাহসের সাথে সাথে
সামনের কথা ভেবে, চলব , বুঝে শুনে
অতীতকে ফেলে ,পৌঁছাব আগামীর লক্ষ্যে।
মানবো না বাধা, রুখব ঘোর সংকটময় বিপদ সগর্বে দুবাহু তুলে, খুঁজবো জয়ের পথ
হানাহানি দলাদলি, থাকবে না মানবের মাঝে
মিলনের বাণী, আমরা আগামীর ধ্বনী।
এসো সদর্পে একই সুরে গাই, সাম্যের গান
বাঁচাতে হবে পৃথিবীর, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ
গুটি গুটি পায়ে চলতে হবে, সঠিক তথ্যের পথে হাতে হাত রেখে, জীবন পণ লড়ব অসতের সাথে
সত্যের জয় হবেই হবে, এ মানবিক ধরার বুকে
কুসংস্কারের বেড়াজালে, রাখব না নিজেদেরকে মানববন্ধনে আবদ্ধ হয়ে ভালবাসার মহামিলনে
বিজ্ঞান চেতনায় জাগাব , জগতবাসীর চেতনাকে
সবুজে শ্যামলা মাতৃভূমি, আমাদের বাঁচান
আমাদেরই জন্মভূমি ,আমাদেরই জন্মভূমি
নিঃশ্বাসের সাথে, আমরণ বিশ্বাস রেখে
নিরবে নিভৃতে শন্তর্পণে , চলবো আলোর পথে।
অসতের কুৎসা ভেঙে গুড়িয়ে, কাঁটাতার ডিঙিয়ে বেড়াজাল টপকে, এপ্রান্ত থেকে সুদূর ও প্রান্তে একই সাথে ধ্বনিত হবে, সকলেরই মনে প্রাণে
সঠিক সত্যের জয়গান , সত্যেরই জয়গান।