বিবেকের স্মৃতিতে মনুষ্যত্ব
দারোয়ানের মতো দাঁড়িয়ে
কিভাবে রাখবে সব উজান
ঢেউয়ের উত্তাল গতিতে প্রবাহমান।
একের বিবেক অপরের দংশনে
ছারখার নিজ নিজ ধ্যানে
গরিমার উথান পতন সব তলে
জীবনের শুরু থেকে শেষ ।
মনুষ্যত্ব মনুষ্যত্বের কাছে হার মানে
ধরা ছোঁয়ার বাইরে নিরবে নিভৃতে
কখন কেই বা রবে কেই বা যাবে
একে অপরের দোষারপ ভেবে।
অতি সুক্ষ বিবেক ছোঁয়া পায়
ডালপালা হীন মনুষ্যত্বের গায়
সামনে তাকিয়ে চোখ খোলা রাখো
এ ভবের মাঝে কারই হয় জয়।