মাতৃত্বের  জ্বালা মেটানো ভার
নরপিচাশ শোষকের থাবায়  
দাউ দাউ জ্বলছে লেলিহান শেখা
মনের গভীর থেকে গভীরে ।

সৃষ্টিকারী বিনাশের ভাবনায়
মানব সত্তার ধ্বংসলীলা চলছে তো চলছেই
ভাঙতেই হবে নিপীড়ন,শোষণ
বজায় রাখতে হবে নারী শক্তির জাগরণ ।

প্রথাগত নিয়মের আড়াল ভেদে
মোহময়ী রূপের বাঁধন ছিঁড়ে
পাশবিক রূপ ধরে
গুড়িয়ে ছারখার হবে করতে।

নারী শক্তির পদলেহনে মাথা তুলে
গর্জে উপড়ে ফেলতে হবে
অসভ্য  নররূপী জানোয়ারদের
বর্বর জানুয়ারী মনোভাবকে।

শুধু বিচার চেয়ে অনশনে ধরনা দিয়ে
পথে নামলে চলবে না ,চলবে না
প্রথাগত নিয়ম বর্জন করে
উঠতে হবে মরিয়া হয়ে ,রুখতে হবে বর্বরতা।

ধর্ষকের লোলুপতায় ,মাতৃত্বের ভক্ষণে
নরচন্ডী ,দামিনী,অস্ত্রধারিনীর
উত্তাল তরঙ্গ প্রবাহিত
করতেই হবে ,করতেই হবে।