চারিদিক নিঝুম নিস্তব্ধ
গাঢ় অন্ধকার,ঘোর কালো আকাশ
শুধু ঝমঝম আওয়াজ
গুরু গম্ভীর মেঘের আড়ালে।

কুলকুল ধারায় বইতেছে নদী
শন-শন বাতাসের দোলায়
মৃদু-মন্দ তালে মাঝি তরী বায়
রোজ নামচার ভালে।

দূরে সূর্যের ক্ষণিক কিরণ
অতিথির মতো আসে যায়
পাখিদের কলকাকলিতে মনের কোণে
শিহরণ তুলে ঘুম কেটে যায়।

জুঁই এর সুবাসে মুখরিত বাতাসে
কদমের সিক্ত বরণে হলদে আভায়
নবরঙের মিলন ঘটিয়ে
সুদূর হতে সুদুরে মিলে যায়।