পেয়ে গেলে যতখানি
তৃষা
প্রিয়তর উটের গলা চিরে
বেদুইন মেটায় পিপাসা
ওগো তোমাকে দেখার
তরে
এ দুটি চোখে নিয়ে
ততখানি তৃষা
আমি শুধুই দেখি কুচুরিপানার
ফুল উর্ধমুখি
আমি শুধু ভাবি
জারুলের ফুল কভু ছিল কি
এ পানাফুলের সখি।
যে স্বপ্ন গহীনে গাঁথা মোর
বেদনার সার
এই পানাফুল কি গিয়েছিল
সেই স্বপ্নের পার
জারুল বাতাসে দোলে
পানাফুল ভাসে স্রোতে
বাতাস পারিনা দেখিতে
আমি স্রোত না পারি
গুনিতে।