মাঝে মাঝে একা একা
উঠোন জুড়া অন্ধকারে
হাতরে খূজি আমার আমি
তারই মাঝে
এক বিকেলে তোমায়
ভেবে
যে কবিতা লিখেছিলাম।
আমার হৃদয় চিহ্ন করে জন্ম
নিয়ে,
যে কবিতা হল না মোর
তোমার মত,
তুমি যেমন চলে গেলে
যাবার বেলায় নিয়ে
গেলে
আমার আমি।
সেই কবিতায় আমি কি
ছিলাম একটু খানি?
জানতে বড় ইচ্ছে করে
লুকিয়ে তাই হাতরে
বেড়াই
মাঝে মাঝে উঠোন জুড়া
অন্ধকারে।