লক্ষ লক্ষ মশাতে ভরে গেছে
আমার মশারির ঘর।
মশারির দেয়াল ছিড়ে
ঢুকে পড়ে তারা
যখন আমি নিহত ঘুমের ভেতর
আমার রক্তে তারা পিয়াস
মেটায়
আমার স্বপ্নের ভিতর বাম
হাত ঢুকায়
খেউর এর তালে আমারে
শাস্রীয়
সংগীত শোনায়
আমি যদি করতল করতাল
বাজাই
আমারে বলে," শুন হে মশাই
করতাল বাজানো এই রাগে
নাই
তোমারে সংগীত শোনাই
তাই
তোমার রক্ত খেয়ে পিয়াস
মেটাই।