কাল রাতে শরতের রাতে
মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি
কৃষ্ণা দ্বাদশীরর চাঁদ আমার জানালায় জ্যোতস্না ছড়ায়
উটের গ্রীবার মত নিস্তব্ধতা নয় ঝিঁঝিঁ পোকার শব্দ শোনা যায়
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
এখন হেমন্তের বিকেলে ফসলের ক্ষেতে হয় না দেখা তোমার আমার
তবুও রোজ রাতে অন্ধ পেঁচার সাথে জাগি আমি
গলিত স্থবির ব্যাঙের মত,কীটের মত বেঁচে থাকি
বিপন্ন বিস্ময়ে এ জীবন তবু ক্লান্ত নয়, এ জীবন শেষ নাহি হয়
আরো ঢের কুড়ি কুড়ি বছর পরে তোমার সাথে আবার যদি দেখা হয়।