শ্রাবনের দিনান্তে সূর্য
বিদায়ের
কালে ,
একাকী ঘুঘু নরম ধীর পায়ে ।
গাছের ছায়ায় কি গভীর
দুঃখে হেটে চলে ,
হৃদয়ের কাছে এই প্রশ্ন
রেখে রেখে ।
অনুভব করি দুঃখ হৃদয়ের তলে ,
আমি হেঁটে চলি খুব একা
একা ।
তারপর বলি হৃদয় ! তুমি দুঃখী
বলে ,
শ্রাবণের আকাশ দুঃখী
রোদ
মেঘে মাখা ।