বৃষ্টি অনাদি কাল থেকে
বিহ্বলতা ভরে দিয়ে
মানুষের মন।
আজও তুমি ঝর ঝরঝর এই
বাংলায়
শ্রাবণের অবিরাম
জলধারার সাথে যেন
কান্না মিশে যায়
কোন এক গৃহহারা পথিকের
অনাগত কাল ধরে হয়ত সে
কাঁদার নিয়েছে
প্রতিজ্ঞা হারানো
প্রিয়ার তরে।
               ২
সন্ধা আসে ধীর পায়ে
দূরে ওই ব্যঙ ডাকে
বৃষ্টির শব্দে যেন নিয়ে
যায়
বহু পুরাতন কাহিনির দেশে
যেথা এক রাজকন্যা
আরশিতে মুখ দেখে
হয়ে আছে চুপ