নীরক্ত করবীর মালা
পড়িয়াছি গলে
নিতান্ত অবহেলে
নিরানন্দ ভোরে তাই পলে
পলে
স্বপ্নের সোপান জল হয়ে
গলে
ক্রমাগত নামিতেছি জলে
অসহায় যার কেউ নেই,তুমি
তার থাক
এই বাক্য জেনে নিতান্ত
অবহেলে
নীরক্ত করবীর মালা
পড়িয়াছি গলে।