তথাপি সন্ধ্যা নামে প্রকৃতিতে,
তেজি সূর্যেরও ডুবে যেতে হয়।
দিগন্ত রেখা বিস্তীর্ণ হতে হতে-
মিশে যায় অসীমের সীমানায়।
আজানের সুর খুব করুণ শোনায়,
যেন আরেকটি সমাপ্তির ঘোষণা,
আরেকটি আত্মসমর্পণ।
দ্রুত লয়ে হেটে যাওয়া পথিকের গতি
হয়ে যায় অতি সন্তর্পণ-
সন্ধ্যার নি:শব্দ আহ্বানে।
সন্ধ্যা আসে অনেক উপলব্ধি নিয়ে-
জাগতিক কিংবা মহাজাগতিক,
লৌকিক কিংবা অলৌকিক,
আশা কিংবা হতাশা,
জীবন কিংবা মৃত্যু।
এই সন্ধ্যায় ক্লান্ত পাখিরা,
সারা দিন শেষে ফিরতে ব্যস্ত ঘরে।
সব পাখি কি ঘরে ফিরে যায়?
ফিরে না।
মানুষের মতোই কেউ কেউ পথ হারায়,
অপেক্ষায় থাকে-
আশা কিংবা হতাশা নিয়ে,
জীবন কিংবা মৃত্যুর।