অবারিত স্বপ্নের আঁধারে নিজেকে যে মেলে দিয়েছে
সাদা পাপড়ির মতন
তার গায়ে শিশিরের স্নেহ ঝরে পড়ুক,
লুটিয়ে পড়ুক চাঁদের মমতা কিংবা সূর্যের উষ্ণতা।
ক্লান্ত বিকেলে পাখির নরম ডানার ছায়া পড়ুক শরীরে।
শেষ রাতের শুকতারার হাসিটাও যদি
তার শরীরে প্রতিধ্বনিত হয়, তবে হোক।

তার মেলে ধরা শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ুক
চাঁদ, সূর্য, শিশির অথবা শুকতারার আদর।
আমি কেবল দৃষ্টির মমতায়
তাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবো।