হতাম যদি কপিলা আর
তুমি হতে কুবের
ময়না দ্বীপে নামতো সকাল
রাঙিয়ে আকাশ পূবের।
আঁশটে মাছের গন্ধ ভুলে
নতুন জীবনটাতে
একলা ঘরে তোমার দু’হাত
রাখতে এই দু’হাতে।
দুঃখ ভরা অতীত পড়ে
থাকতো জেলে পাড়ায়
কান্না গুলো পালিয়ে যেতো
দূর আকাশের তারায়।
অতীত কালের কষ্ট জ্বালা
সবই যেতো চুকে
সব ভুলে তাই দিন কাটাতাম
লুকিয়ে তোমার বুকে।
আড়াল থেকে আস্তে করে
এগিয়ে এলে দুপুর
জল আনতে যেতাম ঘাটে
বাজিয়ে পায়ে নুপূর।
থাকতে তুমি থাকতাম আমি
আর থাকতো নদী
কেমন ভালো হতো এমন
দিন আসতে যদি?