যে বিশুদ্ধ যন্ত্রণার অনুভূতি দাও তুমি আমাকে
সে  অনুভূতির অতলেই আমি খুঁজে ফিরি তোমায়।
আমি হাতড়ে মরি, অগণিত ঢেউ ভাঙে আঙুলে।
তরল চাঁদের আলো আঙুল ছোঁয়।
কুয়াশা ভেদ করা গলিত রোদ আমাকে
ছুঁয়ে যায় কখনো সখনো।
শূন্যে তুলে ধরা হাতে এক ফোঁটা জল গড়ায় শুধু।

একসময় যন্ত্রণার জলটুকু শুষে নেয় বাতাস।
আমি হারিয়ে ফেলি তোমাকে,
তোমার দেয়া যন্ত্রণাকে।

আমি আবার হাত ডোবাই তোমার দেয়া যন্ত্রণার সাগরে।
আমি বারবার ব্যর্থ হইনা
অবশেষে তোমার দেয়া যন্ত্রণার অতলেই
পেয়ে যাই তোমাকে।
ঝিনুকের পেট চিরে বের করে আনি জ্বলজ্বলে মুক্তো।