ধর্ম-বর্ণ নির্বিশেষে; শুধু মানুষ আমরা এক
সুখে-দুখে এই বাঙালির, মেলবন্ধন অনেক
আত্মত্যাগে, সবার আগে এই জাতি শ্রেষ্ঠ
পুরো বিশ্বে, সবার শীর্ষে স্বাধীন এ রাষ্ট্র।

শেষ নবাবের পতন শেষে বৃটিশ শাসন ফাঁদ
দীর্ঘ একশো নব্বই বছর; পরেই মুক্তির স্বাদ
একটি দেশ দুই নামে হলো আলাদা রাষ্ট্র
পুরো বিশ্বে, সবার শীর্ষে স্বাধীন এ রাষ্ট্র।

আমরা ছিলাম পাকিস্তানের বাঙালি জাতি
বাংলা ভাষা "রাষ্ট্র ভাষা" চাইছিলাম নীতি
ধীরেন্দ্রনাথ উপস্থাপন করছিলেন স্পষ্ট
পুরো বিশ্বে, সবার শীর্ষে স্বাধীন এ রাষ্ট্র।

পাক-সরকার খুব চেয়েছিলো নানান কৌশলে
বাঙালি-রাও "উর্দু ভাষা" নিয়ে যেনো চলে
অধিকার আদায়ে জীবন ত্রিশ লক্ষ সংশ্লিষ্ট
পুরো বিশ্বে, সবার শীর্ষে স্বাধীন এ রাষ্ট্র।