কবি তাঁর কবিতায়
ন্যায় এবং অন্যায়
পক্ষে আর বিপক্ষে
অবিরাম লিখে যায়।
যতটুকু বাঁচা যায়,
তারও বেশি মারা যায়,
হাসে কম, কাঁদে খুব
লিখে সাহস যোগায়।
পড়া নেই, কবি নই
কবি রোজ পড়ে বই
কবিদের জীবনী,
আজন্ম ছাত্র হই।
ইতিহাস, ঐতিহ্য
সমৃদ্ধ সাম্রাজ্য
উত্থান আর পতনে
সাহিত্য সাহায্য।