কোটা নিয়ে বৌটা আমার
আছে ভীষণ রেগে
কোটা বাতিল হলে কী লাভ,
চাকরির পিছন লেগে?

তার বাবার বাপ, দাদা ছিলো
যোদ্ধা, মুক্তিযুদ্ধে
পৈতৃকসূত্রে পাওয়া এ ধন,
যায় ক্যামনে বিরুদ্ধে?

এই নিয়ে দিন-রাত চলে যায়,
আলোচনা তুঙ্গে
এক শ্লোগান "চাই কোটা চাই"
দ্বিমত আমার সঙ্গে?

মানবতার ফেরিওয়ালারা,
কোন শহরে ঘুরে?
কোটা বাতিল সমর্থনে
নিরব কেন ঘরে?

কোটা'র কাছে মেধা জিম্মি,
জিম্মি সংস্কার
উন্নয়নের অগ্রগতি,
মূল্যহীন বেকার!

বৌয়ের সাথে দ্বিমত পোষণ,
দ্বিধা-দ্বন্দ্ব মিছে
বৌ-ই আমার সঠিক কিন্তু
গনতন্ত্রের প্যাঁচে!