নারী বলে পুরুষ কি তাঁর,
হয়না কাছের লোক?
হয়না বুঝি প্রিয় একজন,
ভালোবাসার মুখ।

নারী হয়ে জন্ম নেওয়া,
আজন্ম এক পাপ?
নারী বলে নেই কি গো তাঁর,
জন্মদাতা বাপ?

হয়না কি সে কারও বধু,
ঘরের লক্ষী এক
তাঁর অবদান ছাড়া পুরুষ,
অপূর্ণ অর্ধেক!

নারী বলে নেই গো কি তাঁর,
স্নেহের ভাই একটা
নেই কি গো তাঁর কলিজার ধন,
ছেলে সন্তান-টা।

অধিকারে কারও বা মা,
কারও সে মেয়ে
কারও আবার গৃহবধূ,
পরিবার নিয়ে।

একবারও কি হয়নি মনে,
নারীও তোমার মা
নারীও তোমার মেয়ে, বোন,
স্ত্রী-প্রিয়তমা।

হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে
কি হয়েছে লাভ?
পাঁচ মিনিটের আনন্দ কি?
মনুষ্যত্ব স্বভাব?

এই যে নারী, নারীত্ব তাঁর
দিলো বিসর্জন
যার পরিনাম পুরুষ জাতি
পাবে সমর্থন?